এই মুহূর্তে জেলা

পেট্রোল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল যুব কংগ্রেস।

হাওড়া , ২৮ জুন:- পেট্রোল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের পর এবার পথে নামল কংগ্রেস। রবিবার সকালে হাওড়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেস এই ইস্যুতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। ব্যাতাইতলা বাজারে এদিন ওই কর্মসূচির ডাক দেওয়া হয়। হাওড়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিৎ দেবনাথ বলেন, বিশ্ব বাজারে অশোধিত তেলের দর কমলেও সম্প্রতি দেশের বাজারে তেলের দাম টানা বেড়ে চলেছে। জ্বালানির এই চড়া দর নিয়ে রাজধানীতে সুর চড়িয়েছে কংগ্রেস। এই ইস্যুতে সোমবার কংগ্রেস সমর্থকেরা দেশের সব জেলার সদর দফতরে দু’ঘন্টার ধর্নায় বসতে চলেছেন। একই ইস্যুতে আজ দক্ষিণ হাওড়া বিধানসভা যুব কংগ্রেস পথে নেমেছি। এই প্রতিবাদ আন্দোলনে দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকার যুব কংগ্রেস কর্মী ও বহু সাধারণ মানুষ যোগ দেন।