এই মুহূর্তে জেলা

জয় হিন্দ বাহিনীর উদ্যোগে কম্বল ও মশারি বিতরণের পাশাপাশি স্বাস্থ্য শিবির উত্তরপাড়ায়।

হুগলি, ৯ নভেম্বর:- হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর উদ্যোগে সমাজের সাধারণ মানুষেদের জন্য এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হলো। রবিবার সকালে উত্তরপাড়ার নেতাজি সুভাষ রোডের গম কল মোড়ে হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা বৈদ্যবাটি পুরসভার সিআইসি সুবীর ঘোষের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষার শিবির তার সঙ্গে সঙ্গে কম্বল বিতরণ এবং মশারি বিতরণ কর্মসূচি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, কোন্নগর পৌরসভার পৌর প্রধান স্বপন দাস, সহ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এ বিষয়ে বলতে গিয়ে সুবীর বাবু জানান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষায় দেন যে কোন মূল্যে সাধারণ মানুষের পাশে থাকতে হবে, তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে তার সেই নির্দেশ মত আমরা তৃণমূল কর্মীরা সারা বছর চেষ্টা করি সমাজের সর্বস্তরের মানুষের পাশে থাকতে।

আজকে বাহিনীর উদ্যোগে সেই রকমই এক কর্মসূচি নেয়া হলো। এদিনের স্বাস্থ্য শিবিরে অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন, তার সঙ্গে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বেশকিছু মানুষের হাতে শীত বস্ত্র কম্বল এবং মশারি তুলে দেওয়া হয়।