এই মুহূর্তে জেলা

কার্নিভালে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের চরম দুর্ব্যবহার পুলিশের

হুগলি, ৪ অক্টোবর:- তথ্যসংস্কৃতি দপ্তরের আমন্ত্রণে প্রতিবছরের মতোই এ বছরও হুগলি জেলার সংবাদ মাধ্যম কর্মীরা পূজা কার্নিভালের কভারেজ করতে গিয়েছিল । সংবাদমাধ্যম কর্মীদের জন্য নির্দিষ্ট করে দেওয়া স্টেজে দাঁড়িয়ে কার্নিভালের সংবাদ সংগ্রহ করা কোনভাবেই সম্ভব ছিল না। কারণ হিসেবে আমার মনে হয়েছে মঞ্চটি ভুল জায়গায় তৈরি করা হয়েছে , তাই বাধ্য হয়েই নিজেদের পেশার তাগিদে রাস্তায় দাঁড়িয়ে ছবি সংগ্রহ করতে বাধ্য হয়েছে সংবাদ মাধ্যম কর্মীরা । কিন্তু এই ছবি সংগ্রহ

করতে গিয়েই যত বিপত্তি । পুলিশের একাংশের কর্মচারীদের চরম দুরব্যবহারের শিকার হতে হয়েছে সংবাদমাধ্যমের বেশ কিছু কর্মীকে। কার্যত ঠেলে সরিয়ে দেওয় ।

বা ছবি করতে বাধা দেওয়া হয়েছে। যদি ধরেইনি সেখানে একাধিক ভি আই পি উপস্থিত ছিল। তাদের নিরাপত্তার বিষয়ে রয়েছে তাহলে বলবো সংবাদ মাধ্যম কর্মী ছাড়াও রাস্তায় বহু মানুষও দাঁড়িয়েছিল । এছাড়াও সরকারি পদাধিকারী নয় এমন একাধিক ব্যক্তি সরাসরি স্টেজের ওপর ছিলেন । তাহলে প্রশ্ন একমাত্র সংবাদমাধ্যম কর্মীদের জন্যই কেন সব বাধা নিষেধ । সংবাদ মাধ্যম কর্মীরা কি দুষ্কৃতী ? ভিআইপিদের ছবি তুলতে গেলে তারা কি কোন বিপদের কারণ হতে পারে? নাকি কিছু অতি সক্রিয় পুলিশ কর্মচারী নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সামনে আজ একটু বেশি কাজ দেখানোর চেষ্টা করলেন ? চন্দননগর পুলিশ কমিশনারেটের কোন আধিকারিক দয়া করে এই দূর্ব্যবহারের কারণ ব্যাখ্যা করবেন কি ?