হুগলি, ৩ আগস্ট:- রচনার নামে আর নালিশ না,ভাই বোনের মত কাজ করবেন অসিত। তার কথায় সাংসদ দুঃখ পেয়ে থাকলে বিধায়ক দুঃখিত অনুতপ্ত। ভবিষ্যতে আর এমন হবে না বলে প্রতিশ্রুতিও দিলেন। চুঁচুড়া বানী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস রুম তেরী নিয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। সাংসদ রচনার তহবিলের টাকায় চুঁচুড়া বানী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস রুম তৈরী হচ্ছে। গত ৩১ জুলাই ওই স্কুল পরিদর্শনে যান রচনা। স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় সাংসদকে বিধায়কের আচরন নিয়ে অভিযোগ করেন। স্মার্ট ক্লার রুম নিয়ে বিধায়ক খারাপ আচরন করেছেন শুনে রচনা বলেন, আমি স্তম্ভিত! তৃনমূল বিধায়ক সাংসদ তহবিলের টাকায় তৈরী স্মার্ট ক্লাস রুমের বিরোধীতা করছেন। এরকম স্মার্ট ক্লাস রুম আরো তৈরী হবে।দেখি কার কত দম। সাংসদ এও বলেছিলেন এর শেষ দেখে ছাড়ব। বিধায়ক পাল্টা বলেছিলেন, দলের একটা ফোরাম আছে।
প্রকাশ্যে না বলে যদি কিছু বলার হয় সেখানে জানানো উচিত ছিল।স্মার্ট ক্লাস রুম নয় বহিরাগতরা মেয়েদের স্কুলে কাজ করছে নিরাপত্তা নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকাকে বলা হয়েছিল। সাংসদ হয়তো ভুল বুঝেছেন। আর এই ঘটনায় চরম অস্বস্তিতে পরে দল। সূত্রের খবর,দলের নেতৃত্ব বিধায়ককে এ বিষয়ে আর কিছু বলতে বারণ করেন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে দেখা করতে বলেন। আজ সংসদের সঙ্গে দেখা করতে গিয়ে অসিত বলেন, রচনা আমার বোনের মত। ওকে মমতাদি পাঠিয়েছে আমরা একসঙ্গে নির্বাচন লড়েছি।এই ভুল বোঝাবুঝির পিছনে সিপিএম বিজেপি নিশ্চয়ই আছে। যারা আমাদের মধ্যে ঢুকে আছে। যারা চায় আমার সঙ্গে ওর সম্পর্ক খারাপ হোক। ২০২৬ সাল আমাদের টার্গেট। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে ।আমার সঙ্গে সাংসদের কোন সম্পর্কের অবনতি হয়নি। ভবিষ্যৎ এও হবে না। রচনা যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকে আমি দুঃখিত অনুতপ্ত। রচনার আমি একসাথে কাজ করব আগামী দিনে এই প্রতিশ্রুতি দিলাম। এই ভুল বোঝাবুঝির পিছনে কেউ আছে রচনাকে বোঝাবো আমরা ভাই বোনের মতো কাজ করব।









