এই মুহূর্তে জেলা

রাস্তা মেরামত হয়েছে দু’দিন আগে,ধসে বড় গর্তে প্রশ্নের মুখে রাস্তা সংস্কারের কাজ নিয়ে।

হুগলি, ১৮ জুন:- দু’দিন আগেই ধস মেরামতির পর রাস্তার উপর দেওয়া হয়েছিল পিচের প্রলেপ। ফের ধস নামল একই জায়গায়। ঘটনাস্থল হুগলি-চুঁচুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইমামবাড়া এলাকার হুগলি জেলাশাসকের বাংলোর সামনের ব্যস্ততম রাস্তা। এই রাস্তার পাশেই রয়েছে জেলার জেলাশাসকের বাংলো, ঐতিহাসিক ইমামবাড়া সৌধ এবং একটি স্কুল। পাইকারি বাজার। প্রতিদিন সকাল ও রাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করে মাছবাহী ট্রাক, বড় লরি-সহ ভারী যানবাহন। ধসের কারণে কখন যে বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে, সেই আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বহুবার রাস্তা মেরামত করা হলেও তা শুধুমাত্র ওপর ওপর কাজ হয়েছে। ভেতরের ধস বা জলনিকাশি সমস্যা না মেটাতেই এই পরিস্থিতি হয়েছে। গর্তের ভিতর ফোঁপরা হয়ে আছে।

স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কারে পৌরসভা বারবার ব্যর্থ হচ্ছে—যার খেসারত দিতে হচ্ছে এলাকাবাসী ও পথচলতি সাধারণ মানুষকে। পুরসভার পূর্ত দপ্তরের পুরো পারিষদ সৌমিত্র ঘোষ বলেন, কয়েকদিন আগে ওই রাস্তায় ধস নামে। আমরা কে এম ডি এ কে বলি।তারা কাজ করে। কিন্তু গতকাল থেকে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টিতে ধস নেমে বড়সড় গর্ত তৈরী হয়। আমরা জানতে পেরে আজকে পুরসভার ইঞ্জিনিয়ার কে পাঠিয়েছিলাম। ছবি তুলে কেএমডিএ র দিয়ে চিপ ইঞ্জিনিয়ার কে পাঠানো হয়েছে। আমরাও চাইবো কি এম দিয়ে ভালোভাবে কাজ করুক। তাহলে যে কোন সময় বড় দুর্ঘটনা হতে পারে।