হুগলি, ৩ জুন:- কর্তব্যরত দুই মহিলা পুলিশ কর্মীর কপালে সিঁদুর পরানোর ঘটনায় তোলপাড় চুঁচুড়া। সেই ঘটনার জেরে বিজেপির ছয় সদস্যকে থানায় হাজিরা দিতে হল। ঘটনাটি ঘটে গত শুক্রবার সকালে, চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে। সেখানে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজির হন মহিলা পুলিশ কর্মীরা। অভিযোগ, তখনই বিজেপির মহিলা কর্মীরা ওই দুই কনস্টেবলের কপাল ও মুখে সিঁদুর লাগিয়ে দেন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস। সামাজিক মাধ্যমে শাসকদলের নেতারা এই ঘটনাকে ‘পুলিশি হেনস্থা’ বলেই দাবি করেন। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছিল, ওই দুই মহিলা পুলিশ কর্মী স্বেচ্ছায় সিঁদুর গ্রহণ করেন। গত শনিবার, হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ পাঁচ জন মহিলা কর্মীর নামে আইনি নোটিশ পাঠায় পুলিশ। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চুঁচুড়া থানায় হাজিরা দেন অভিযুক্ত ছ’জন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি, তাঁদের হাতে আইনি কমপ্লায়েন্স সংক্রান্ত নথিও তুলে দেওয়া হয়। এর ভিত্তিতে অভিযুক্তরা জামিনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। সুরেশের বক্তব্য, বিজেপি বলেই আমাদের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তবে, আমরা আইন মানি তাই এসেছি। কিন্তু বীরভূমের অনুব্রত মণ্ডলের বেলায় সে ভাবে ব্যবস্থা নেওয়া হয় না।