হুগলি, ১৫ এপ্রিল:- চুঁচুড়া খাদিনামোরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিয়স্কে পাশবই আপডেট করতে আসেন দুই গ্রাহক। প্রথমে যিনি আপডেট করছিলেন তার কাছে চারটি পাশবই ছিল।মেশিনে আপডেট করতে সময় লাগছিল।তার পিছনে অপেক্ষায় থাকা অপর গ্রাহক সামনের জনকে বলেন, তার একটা পাশবই আপডেট করতে হবে যদি ছেড়ে দেন একটু তাড়া আছে। প্রথমজন দ্বিতীয়জনকে জায়গা না ছেড়ে গালাগালি দেন বলে অভিযোগ।্দ্বিতীয় জল পাল্টা গালি দিতেই তার হাত কামরে রক্ত বের করে দেন, মুখে ঘুষিও মারেন প্রথম গ্রাহক।
কিয়স্কে তখন নিরাপত্তা রক্ষী ছিলেন আরেকজন গ্রাহকও উপস্থিত ছিলেন। তারা জানান, প্রথম গ্রাহক হঠাৎ মাথা গরম করে মারেন কামর দেন। কেন কামরে দিলেন? এ প্রশ্নে ওই গ্রাহক বলেন,তার মুখ চেপে ধরায় তিনি হাত চালিয়েছেন।তাকে গালাগাল দেওয়ায় তিনি মেরেছেন। দুই গ্রাহকই প্রবীন নাগরিক।সামান্য ঘটনায় মাথা গরম করে রক্তারক্তি করায় সেখানে থাকা অনেকেই বলছেন ছেলেমানুষী কাজ।