এই মুহূর্তে জেলা

বেলগাছিয়া ভাগাড়ের ২৫০ মেট্রিকটন কঠিনবজ্র পদার্থ আসছে বৈদ্যবাটিতে।

হুগলি, ২৭ মার্চ:- বেলগাছিয়ার ভাগাড় নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জটিলতা তৈরি হয়েছে। একদিকে ভাগাড়ের সমস্যা, অন্যদিকে পানীয় জলের সমস্য়া সব মিলিয়ে একেবারে জটিল পরিস্থিতি। তবে এবার বিকল্প ব্যবস্থা করা হচ্ছে জঞ্জালের জন্য। সেই সঙ্গেই এবার বেলগাছিয়ার ভাগাড়ের পরিবর্তে নতুন বিকল্প জায়গায় আবর্জনা ফেলা হবে হুগলির বৈদ্যবাটিতে। সেখানে প্রায় আড়াইশো মেট্রিক টন আবর্জনাকে স্থানান্তরিত করা হবে, সেই খবর আসা মাত্রই প্রস্তুতি নিতে শুরু করেছে বৈদ্যবাটি পৌরসভা। হুগলির বৈদ্যবাটিতে রয়েছে হুগলি জেলার আঞ্চলিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেখানে শহরের ছয়টি পৌরসভার কঠিন বর্জ্য পদার্থ থেকে রিসাইক্লিং এর মাধ্যমে বিভিন্ন সার ও অন্যান্য ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা হয়। পার্শ্ববর্তী শহর হাওড়ার সমস্যায় এবার পাশে এসে দাঁড়াচ্ছে হুগলির বৈদ্যবাটি। আড়াইশো মেট্রিক টন কঠিন বর্জ্য পদার্থ নিয়ে আসা হতে চলেছে বৈদ্যবাটিতে।

যার ফলে একদিকে সুরাহা পাবে হাওড়া জেলার মানুষ অন্যদিকে শুধুমাত্র ডাম্পিং গ্রাউন্ডের মতন পড়ে না থেকে সেই বজ্র পদার্থকে রিসাইক্লিং এর মাধ্যমে একাধিক কাজে লাগানো হবে এমনটাই জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। এই বিষয়ে বৈদ্যবাটি পুরসভার স্যানেটারি ইন্সপেক্টর তিনি জানান, পুরনগর উন্নয়নমন্ত্রী ফিরাদ হাকিমের ঘোষণার পর থেকেই তৎপরতা শুরু হয়ে গেছে বৈদ্যবাটি পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। কঠিন বজ্র পদার্থ যা এখানে আনা হবে সেই মোতাবিক জায়গাও প্রস্তুত করা হয়েছে। প্রায় ৫৬ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে বৈদ্যবাটির এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাদের যা পরিকাঠামো রয়েছে তা দিয়ে তারা প্রস্তুত এই বৃহৎ পরিমাণে আবর্জনা কে রিসাইক্লিং করার জন্য।