এই মুহূর্তে জেলা

মোদী-মমতাকে তুলোধনা করলেন বাম নেতা সেলিম

বাঁকুড়া:, ২৫ জানুয়ারী:- যে আম্বানীর বিরুদ্ধে কৃষকরা লড়াই করছেন সেই মুকেশ আম্বানীর এক হাতে মোদি, অন্য হাতে মমতা। আবার এক পকেটে বিজেপি,অন্যটাতে তৃণমূল। তাই এই দুই রাজনৈতিক দলের কৃষক স্বার্থে কথা নেই,’সোমবার বাঁকুড়ার ইন্দাসে দলের এক কর্মী সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবী করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এদিন মহম্মদ সেলিম আরো বলেন, বিজেপি সাত বছর কেন্দ্রে ক্ষমতায় আছে, কৃষকরা কেন রাজপথে, কেন সরকার আলোচনায় বসছেনা বলেও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিজেপি কি মনে করছে তৃণমূলের সন্ত্রাসীদের নিয়ে আমাদের রাজ্যকে সে উদ্ধার করবে তবে সাত বছর ক্ষমতায় থাকার পর আজ কেন রাস্তায় কৃষকেরা ।১০ বছরের তৃণমূল সরকার পঞ্চায়েতকে চৌপাট করে দিয়েছে মমতা ব্যানার্জি সরাসরি বিডিও এসডিও কে এসএমএস করছেন আর তামাশা করছেন।

মানুষের যে সরকার ছিল সেটা কোথায় গেল,আজকে বলছেন দুয়ারে সরকার! জ্যোতি বসু পঞ্চায়েতী ব্যবস্থা চালু করেন। ৭৭এর সরকারে এসেছিল এক বছরে আইন করে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা করে বলেছিলেন এটা হচ্ছে সরকার, যেটা আপনার দুয়ারে থাকবে আপনার গ্রামে থাকবে ।মমতা ব্যানার্জি হঠাৎ সাইনবোর্ড টানিয়ে বলছে দুয়ারের সরকার আগের সরকার তো ছিল আগে পৌরসভা ছিল পঞ্চায়েত ছিল আমাদের তা নির্বাচন করেনি লুট করে নিয়েছে ভোট দখল করেছে দখল করেছে সমস্ত কিছু লুট করার জন্য। তিনি বিজেপি তৃণমূল কে ব্যঙ্গ করে বলেন, বিজেপি তৃণমূলের মাল একবার এই তাক থেকে ওই তাকে যাচ্ছে , আর একবার ওই তার থেকে এই তাকে আসছে। বিজেপির তাক থেকে তৃণমূলের তাকে যাচ্ছে আর তৃণমূলের তাক থেকে বিজেপির তাকে যাচ্ছে । শুধু এটাই নয় এর বউকে ওর বউ করে দিচ্ছে, ওর গার্লফ্রেন্ডকে এর গার্লফ্রেন্ড করে দিচ্ছে ।তিনি আরও বলেন, তৃণমূল-বিজেপি একযোগে বলেন যাহা নবান্ন, তাহাই ৫৬। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদি-মমতা ‘বিভেদের নামে মানুষকে ঠকিয়েছে’ বলে তিনি দাবী করেন। মোদি বিজয়বর্গীরা মানুষকে ভুল বোঝাচ্ছেন,মুড়ি, চিড়ে খেলে বা বাংলায় কথা বললেই সে বাংলাদেশী।