এই মুহূর্তে জেলা

শুধু বাবলু নয়, দুই গাড়ির সবাইকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি সুতন্দ্রার মায়ের।

হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- শুধু বাবলু যাদব নয়। দু’টি গাড়িতেই যারা যারা ছিল সকলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। পানাগড় দুর্ঘটনা কাণ্ডে চারদিনের মাথায় এসইউভি গাড়ির মালিক বাবলু গ্রেফতার হওয়ার পরে এমনই প্রতিক্রিয়া ওই দুর্ঘটনায় নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রীর। এ দিনই ছিল সুতন্দ্রার শ্রাদ্ধশান্তির কাজ। সুতন্দ্রার মামা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেনশুধু বাবলু নয়, দুই গাড়ির সবাইকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি সুতন্দ্রার মায়ের।

দুপুরে চন্দননগর চার্চের সামনে থেকে বেঙ্গল স্টেজ পারফরমেন্স গ্রুপের হুগলি কমিটি সঠিক তদন্তের দাবিতে মিছিল করে। মিছিল বিভিন্ন পথ ঘুরে সুতন্দ্রার বাড়ির সামনে আসে। বাইরে বেরিয়ে এসে তাঁদের সঙ্গে কথা বলেন সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জি। সকলেই সত্য উন্মোচনের দাবি জানান। তনুশ্রী বলেন, “বাবলু গ্রেফতার হওয়ায় মনে হচ্ছে তদন্ত ১ শতাংশ এগোল। আমি চাইছি স্বচ্ছতার সঙ্গে দ্রুত তদন্ত করে সত্যটা সামনে আনা হোক। আমি বিচার চাইছি।”