হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- লিলুয়ার রবীন্দ্র সরণিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে একটি চারতলা বিল্ডিংয়ের সিঁড়ির তলায় মিটার বক্সে আগুন লাগে। কালো ধোঁয়ায় চারদিক ভরে যায়। বহুতলের বাসিন্দারা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। মিটার বক্সের পাশেই তিনটি মোটর বাইক রাখা ছিল। আগুনে তিনটি বাইক ভস্মীভূত হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করেন।
কোনও হতাহতের খবর নেই। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই মিটার বক্সে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। লিলুয়া ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ালেও দমকল কর্মী এবং এলাকার মানুষের প্রচেষ্টায় খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।