হাওড়া, ২৬ নভেম্বর:- প্রথম বর্ষ সেমিস্টারের ছাত্রছাত্রীদের শুক্রবার থেকেই প্রথম অফলাইনে ক্লাস শুরু হলো হাওড়ায় বেলুড়ের লালবাবা কলেজে। সেই উপলক্ষে নবাগত প্রত্যেক ছাত্রছাত্রীকে এদিন চকলেট দিয়ে স্বাগত জানায় টিএমসিপি কর্মীরা। দীর্ঘ ২০ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছিল কয়েক দিন আগেই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আজকে ছাত্রছাত্রীদের স্বাগত জানানো হয় মাস্ক, স্যানিটাইজার, চকলেট উপহার দিয়ে। এবিষয়ে বালি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনর অভিজিৎ রায় বলেন, আজ বেলুড় লালবাবা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের তরফ থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল। নতুন শিক্ষাবর্ষে লালবাবা কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আজ থেকে কলেজে অফলাইনে ক্লাস করা শুরু করলো।
দীর্ঘ ২০ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আজকে ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়েছি। তাদের হাতে আমরা মাস্ক, স্যানিটাইজার, চকলেট উপহার দিয়েছি। কোভিড প্রোটোকল মেনে থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ছাত্রছাত্রীরা কলেজে প্রবেশ করেছেন। কলেজ খুলে যাওয়ায় স্বতঃস্ফূর্ত ভাবে ছাত্রছাত্রীরা কলেজে এসেছেন। অফলাইনে ক্লাস করেছেন। কলেজ খোলার সরকারি সিদ্ধান্তে তাঁরা খুশি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ লালবাবা কলেজ ইউনিটের অবজারভার অভিজিৎ বাগ, বালি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের জয়েন্ট কনভেনর অভিজিৎ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।