এই মুহূর্তে জেলা

মহাকুম্ভে নিখোঁজের তালিকা দীর্ঘ হচ্ছে , সামনে এলো বৈদ্যবাটির প্রৌঢ়ের নিখোঁজের খবর

হুগলি, ৩১ জানুয়ারি:- আগেরবার মহাকুম্ভ থেকে ফিরেছিলেন,এবার প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হলেন বৈদ্যবাটির প্রৌঢ়। প্রয়াগ কুম্ভে পূন্যস্নান করতে গিয়ে নিখোঁজ বৈদ্যবাটির বাসিন্দা দীনেশ ঘোষ। পরিবারে বাড়ছে উৎকণ্ঠা। গত ২৭শে জানুয়ারি প্রতিবেশী দুই জনকে সঙ্গে নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন বৈদ্যবাটি জে এন গুপ্ত লেনের বাসিন্দা বছর ৪৮ এর দীনেশ ঘোষ। পেশায় মাছ ব্যবসায়ী দীনেশ ধর্মকর্মে বিশ্বাসী ছিলেন। এর আগে বেনারস কাশি গয়ায় গিয়েছিলেন। ২০১৩ সালেও মহাকুম্ভে গিয়েছিলেন। তবে সেবার বাড়ি ফিরেছিলেন ঠিকঠাক।

কিন্তু এবার তার খোঁজ পাওয়া যাচ্ছে না।বাবাকে খুঁজে পেতে উত্তরপ্রদেশ রওনা দিচ্ছেন ছেলে হিরন্ময়। দীনেশের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭শে জানুয়ারি আনন্দ বিহার মেলে সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে দীনেশ ও তার প্রতিবেশী দুই যুবক শুভঙ্কর জানা ও সন্টু মন্ডল। পরদিন দুপুর দুটোয় পৌঁছান প্রয়াগরাজে ২৯ শে তারিখ ভোর সারে পাঁচটায় সঙ্গম ঘাটে স্নান করতে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যান দীনেশ। তারপর থেকে আর তার খোঁজ পায়নি শুভঙ্কর ও সন্টু। ঘাটে মাইকে প্রচার করেও খোঁজ পাওয়ার জন্য ঘোষণা করেন। কিন্ত কোনভাবেই খোঁজ পাইনি তারা। দীনেশের পরিবারকে নিখোঁজ হওয়ার খবর জানান তারা।

প্রয়াগরাজ থেকে বেনারসে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার কথাছিল। সেই মতো খোঁজার জন্য সেখানের নিদিষ্ট হোটেলেও যান দুই যুবক। কিন্ত সেখানেও পাওয়া যায়নি তাকে। দীনেশকে না পেয়ে আজই তারা বাড়ি ফিরে আসেন।পরিবারের তরফে ছেলে প্রয়াগ রাজের জজ টাউনের হেল্প লাইনে ফোন করেন। ছবি ও নাম ঠিকানা দেন। কিন্ত এখনো পর্যন্ত কোন ফোন আসেননি। অসুস্থ হল না হারিয়ে গেল কিছুই বুঝতে পারছে না পরিবার। তাতেই দুশ্চিন্তায় রয়েছে সকলে। এর আগেও কুম্ভ মেলায় গিয়েছিলেন দীনেশ। কিন্তু এই পরিস্থিতিতে পড়তে হয়নি পরিবারকে।