এই মুহূর্তে জেলা

চারদিনের ফুলমেলায় মানুষের ঢল হাওড়ায়।

হাওড়া, ১০ জানুয়ারি:- হাওড়ায় চারদিনের ফুলমেলায় মানুষের ঢল, বাংলার বিভিন্ন নার্সারির ফুল ও ফলের গাছের সমারোহ ঘটেছে এবারের মেলায়। কয়েক হাজার প্রজাতির ফুলের সমারোহে শুরু হয়েছে এবারের ‘হাওড়া ফুলমেলা’। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্রের উদ্যোগে মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে আয়োজিত এই ফুলমেলার উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, প্রাক্তন মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্য, দিব্যেন্দু মুখার্জি, হাওড়ার উপ মুখ্য পুর প্রশাসক দেবাংশু দাস, জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য, মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিত চ্যাটার্জি, অধ্যাপক সুমন ব্যানার্জি সহ আরও অনেকে।

হরেকরকমের গোলাপ, ক্যাকটাস, অর্কিড, বনসাই সহ বিভিন্ন প্রজাতির সবজিও প্রদর্শিত হচ্ছে এবারের ফুলমেলায়। রয়েছে অনেক বিরল প্রজাতির ফুলও। চারদিনের এই ফুলমেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী এবং খাবারের স্টলও রয়েছে ফুলমেলায়। রবিবার পর্যন্ত চলবে মেলা। প্রথম দিনই মেলায় ফুলপ্রেমী মানুষের ভিড় উপচে পড়ে। মেলার প্রধান উদ্যোক্তা ও প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র জানান, সারা বাংলা থেকে চাষীরা ফুল, সবজির পসরা নিয়ে মেলায় এসেছেন। অনেক দুস্প্রাপ্য ফুলও রয়েছে এবারের ফুলমেলায়।