হুগলি, ২৫ ডিসেম্বর:- বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চ ও হুগলি ইমামবাড়ায় উৎসবের আমেজ ছিল চূড়ান্ত। এই আনন্দের মাঝে বিশেষ অতিথি হিসেবে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি অগ্নিশা। অগ্নিশা মুখ্যমন্ত্রীর ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে। তিনি পরিবারের মধ্যে স্নেহের তৃণা নামেই পরিচিত। অগ্নিশা তার পড়াশোনা শুরু করেন কারমেল হাই স্কুল ও গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে। সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। পরিবারে অত্যন্ত স্নেহভাজন অগ্নিশা সবসময়ই তার নম্রতা ও হাসিখুশি স্বভাবের জন্য পরিচিত। আজ সকালেই বড়দিনের আনন্দে মেতে ব্যান্ডেল চার্চে উপস্থিত হন অগ্নিশা। সঙ্গে ছিলেন তার হবু বর অভিজিৎ ঘোষ এবং তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। ব্যান্ডেল চার্চে ঢুকে তারা প্রথমে প্রার্থনা করেন। গির্জার ঐতিহাসিক স্থাপত্য, সজ্জা এবং শান্ত পরিবেশ তাদের মুগ্ধ করে।
চার্চে প্রার্থনা শেষে তারা হুগলি ইমামবাড়ার দিকে রওনা হন। ইমামবাড়ার ঐতিহাসিক সৌন্দর্য এবং গঙ্গার ধারে এর অবস্থান তাদের বিশেষভাবে আকর্ষণ করে। তারা সেখানে কিছু সময় কাটিয়ে স্থানের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহ দেখান। ইমামবাড়ার ভ্রমণ শেষে তারা সকলে একসঙ্গে ছবি তোলেন এবং আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন। পরে তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বড়দিনের এমন এক আনন্দঘন ভ্রমণ অগ্নিশা ও তার সঙ্গীদের স্মৃতিতে বিশেষ জায়গা করে নেবে। স্থানীয়দের মধ্যে অগ্নিশাকে দেখে উৎসাহের ঝড় ওঠে, এবং তার সাথে ছবি তুলতে চেয়ে অনেকে এগিয়ে আসেন। অগ্নিশাও তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন ও ছবি তুলতে সম্মতি দেন।