আরামবাগ, ১৬ জুন:- ইয়াস বিধ্বস্ত এলাকার মানুষের পাশে এবার আরামবাগ শহর তৃনমুল কংগ্রেস। আরামবাগ পৌরসভার প্রশাসক তথা আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দীর উদ্যোগে ইয়াস বিধ্বস্ত এলাকার মানুষের হাতে ত্রান তুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। এদিন খাদ্য দ্রব্য তথা চাল, গম, আলু, দুধ, বিস্কুট আটা, পানীয় জল থেকে শুরু করে গো খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবার, সাগর, কাকদ্বীপ, বকখালি, সজনেখালি, বকখালি, গোসাবা, সুন্দরবন এলাকার মানুষের হাতে এই ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানা যায়। এদিন আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে খাদ্য দ্রব্য গাড়িতে সংরক্ষণ করেন।
উল্লখ্য ইয়াসের তাণ্ডবে বিধ্বস্ত আরও কয়েকটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গও। রাজ্যের উপকূল এলাকায় এখনও বহু জায়গায়. জল নামেনি বলে খবর। বহু চাষের জমি, পুকুর জলের তলায়। ফলে পরিত্রাণ খুঁজছেন এলাকার লক্ষাধিক বাসিন্দা। এই বিষয়ে আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দী বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইয়াস বিধ্বস্ত এলাকার মানুষের পাশে থেকে কাজ করছেন।তাদের হাতে ত্রান পৌঁছে দেওয়া শুরু করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ করছেন। আমরাও তাদের নির্দেশ মতো আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে খাদ্য দ্রব্য পাঠানো হচ্ছে।