এই মুহূর্তে জেলা

পুরসভার জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হাওড়ায়।

হাওড়া, ২ ডিসেম্বর:- পুরসভার জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হাওড়ায়। উত্তর হাওড়ার সালকিয়া বাঁধাঘাট এলাকায় এর জেরে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। দেখা যায় রাস্তার মাঝখানে পাইপ লাইন ফেটে বেরোচ্ছে জল। বিশালাকৃতির গর্ত হয়ে রাস্তারও ক্ষতি হয় বলে জানা গেছে। যার ফলে সোমবার ওই রাস্তায় গাড়ি চলাচলও ব্যাহত হয়। ইতিমধ্যেই পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। পুরসভা সূত্রে দাবি করা হয়েছে মঙ্গলবার সকালের মধ্যেই ঠিক হবে পরিস্থিতি।

পাইপ ফাটার কারণে পানীয় জল সরবরাহ প্রসঙ্গে এদিন পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী বলেন, পাইপটি ব্রিটিশ আমলের তৈরি। ওই পাইপ লাইনে সোমবার হঠাৎই বড় লিক ধরা পড়ে। সেই কারণে উত্তর হাওড়ার কোনও কোনও অংশে জলের কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তবে সোমবারের মধ্যেই এই লিক সারিয়ে দেওয়া হবে। মঙ্গলবার সকালের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক হবে। জল বন্ধের কোনও নোটিশ দেওয়া হয়নি। জল সরবরাহ চালু রেখেই কাজ করার চেষ্টা করা হচ্ছে। যদি কাজে খুব সমস্যা হয় তাহলেই জল সরবরাহ বন্ধ রাখা হবে। সেক্ষেত্রে সন্ধ্যেবেলায় উত্তর হাওড়ার কিছু অংশে জল সরবরাহের সমস্যা দেখা দিতে পারে।