এই মুহূর্তে জেলা

চালকের তৎপরতায় দূর্ঘটনা থেকে রক্ষা পেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার।

হাওড়া, ২ সেপ্টেম্বর:- চালকের তৎপরতায় বড় মাপের দূর্ঘটনা থেকে রক্ষা পেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার। বৃহস্পতিবার দুপুরে উলুবেড়িয়ার হিন্দুস্তান পেট্রোলয়ামের গ্যাস রিফিলিং স্টেশন থেকে গ্যাস ভরে নিয়ে কলকাতার দিকে যাওয়ার সময়ে ১৬নম্বর জাতীয় সড়কের ধুলাগড় ব্রিজের ওপরে হঠাৎই গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখেন চালক। সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে দেন তিনি। প্রথমেই ব্যাটারির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেন চালক। তারপরেই জল দিয়ে ও গাড়িতে থাকা অগ্নি নির্বাপক দিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন চালক। মূলত চালকের তৎপরতায় বড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা।