হাওড়া, ১৫ নভেম্বর:- হাওড়ার শালিমার স্টেশনে পার্কিং নিয়ে বচসার জেরে যাত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো। এই ঘটনায় বি গার্ডেন থানার পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু হয়েছে। জানা গেছে, বুধবার রাতে মুম্বইয়ের এক ব্যবসায়ী সপরিবারে শালিমার স্টেশনে আসেন গাড়ি নিয়ে।
জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ধরে তাঁদের মুম্বই যাওয়ার কথা ছিল। অভিযোগ, তিনি পার্কিংয়ে গাড়ি না রাখলেও তাঁর থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টা করা হয়। এর প্রতিবাদ করলে ওই ব্যবসায়ী ও তাঁর ছেলেকে মারধর করা হয়।বৃহস্পতিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে ধৃতদের বিরুদ্ধে তিনদিনের পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত।