হুগলি, ৫ জুলাই:- পান্ডুয়ার কলবাজারে অভিষেকের রোড শো শুরুর আগেই অভিষেক যে গাড়িতে উঠে রোড শো করবেন সেটি যেখানে দাঁড়িয়েছিল তার পাসেই একটি ছাদ থেকে কালোপতাকা নারতে থাকেন এক ব্যাক্তি।তখন সবে অভিষেক এসে উপস্থিত হয়েছেন। পুলিস দেখতে পেয়ে ওই ব্যাক্তিকে আটক করে ছাদ থেকে নামিয়ে নিয়ে যায়।