এই মুহূর্তে জেলা

মাত্র সাতদিনেই শিবপুরের প্রোমোটার খুনের কিনারা।


হাওড়া, ২৯ অক্টোবর:- শ্যুট আউট করে খুনের ঘটনার মাত্র সাতদিনের মধ্যেই শিবপুরের চড়া বস্তিতে প্রোমোটার খুনের কিনারা করলো পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে এই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সহ খুনের ঘটনায় ব্যবহৃত গাড়িও। ধৃতেরা উত্তরপ্রদেশ সহ এই রাজ্যের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।

উল্লেখ্য, শিবপুর চড়া বস্তির বাসিন্দা আব্দুল কাদিরকে খুনের ঘটনায় ১ সপ্তাহের মধ্যে পুলিশ বেশিরভাগ অভিযুক্তদের গ্রেফতার করেছে। সোমবার রাতে গাজিপুর থেকে গ্রেফতার হয় এই মামলার অন্যতম অভিযুক্ত আখতার। মঙ্গলবার তাকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার আরও দুজনকে কলকাতার নিমতা থেকে গ্রেফতার করা হয়। খুব শীঘ্রই এই কেসে চার্জশিট দিতে চায় পুলিশ।