এই মুহূর্তে জেলা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পরলো গাজর ভর্তি লরি, গাজর কুঁড়াতে ভিড় জমালো স্থানীয়রা।


হুগলি, ২৭ অক্টোবর:- ঘটনাটি ঘটে সিঙ্গুর থানা এলাকার বৈদ্যবাটি তারকেশ্বর রোডের যুগের মোড়ের কাছে। গাড়ির ড্রাইভার সূত্রে খবর গুরাপ থেকে গাজর বোঝাই করে শেওড়াফুলির দিকে আসছিল গাড়িটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দিল্লি রোডের পাশে নয়নজুলিতে উল্টে যায় গাড়ি। গাড়িতে ছিল প্রায় ২৫ বস্তা বিট গাজর। সবটাই পড়ে যায় নয়নজুলির জলে। পরে স্থানীয়রা হাত লাগান গাজরের বস্তা তোলার কাজে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ড্রাইভার জানান গুড়াপ থেকে মাল লোড করে শেওড়াফুলি বাজারের দিকে যাওয়া হচ্ছিল তখনই গাড়ির স্টিয়ারিং কেটে যায় তাই নিয়ন্ত্রণ করতে পারিনি নয়নজুলিতে গিয়ে ঢুকে যায়। মালপত্র আস্তে আস্তে রাস্তার পাড়ে তোলা হচ্ছে। গাড়ি তোলার ব্যবস্থা করা হবে। স্থানীয় বাসিন্দা সুকুমার গোলদার জানান এখানে এসে দেখি গাড়িটা জলে পড়ে রয়েছে। আমরা কিছু পারিশ্রমিক নিয়ে বস্তাগুলোকে তুলে দি। বস্তা গুলোতে বিট গাজর রয়েছে। কারোর কোন ক্ষয়ক্ষতি হয়নি।