এই মুহূর্তে জেলা

জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজের মুখেও উঠে এলো আরজি করের প্রসঙ্গ।


হাওড়া, ৩ অক্টোবর:- জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজের মুখেও উঠে এলো আরজি করের প্রসঙ্গ। বৃহস্পতিবার হাওড়ার রামরাজাতলার শঙ্কর মঠে গো ধ্বজ স্থাপনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আরজি করের ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি এদিন বলেন, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। এই ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল।

এই ধরনের ঘটনা যেমন ঘটাও ভুল তেমনই এই ঘটনা ঘটার পর তাকে ধামাচাপা দেওয়া বা প্রমাণ লোপাটের চেষ্টাও বিরাট বড় ভুল। এই ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। যাতে মানুষ বুঝতে পারে ন্যায়ের শাসন চলছে। অন্যথায় সরকার যতই মজবুত হোক না কেন ধরাশায়ী হয়ে যাবে।

যখন মানুষ বুঝবে যে সেখানে ন্যায় হচ্ছে না তা সে মমতা ব্যানার্জির সরকারই হোক না কেন। মমতা ব্যানার্জির সরকারকে এ বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। অন্যদিকে, গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা না করায় অতীত ও বর্তমান কেন্দ্রের দুই সরকারের বিরুদ্ধেই এদিন ক্ষোভ প্রকাশ করলেন জগৎগুরু শঙ্করাচার্য।