এই মুহূর্তে জেলা

মানুষকে সচেতন করতে বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে সৌন্দর্যায়নের পাশাপাশি বসানো হলো গোপাল ভাঁড়ের মূর্তি।


তরুণ মুখোপাধ্যায় ,২২ সেপ্টেম্বর:- দীর্ঘদিন ধরে বাসিন্দাদের অভিযোগ ছিল শেওড়াফুলির জমিদার রোডের একটি ডাস্টবিনকে ঘিরে। পুরসভার পক্ষ থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পচনশীল এবং অপচনশীল বর্জ্য প্রতিদিন সকালে নিয়ে আসেন সাফাই কর্মীরা। তা সত্বেও কিছু অবিবেচক মানুষ দশ নম্বর ওয়ার্ডের জমিদার রোডের ওই ডাস্টবিনটাতে ময়লা ফেলে আসছিল, ফলে এলাকা জুড়ে পুঁথি গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়েছিল, এলাকার মানুষের অভিযোগ পেয়ে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ (ভাই)

উদ্যোগ নিয়ে সেই ভ্যাটটিকে সরিয়ে একটি সুন্দর বাগান তৈরি করে দিলেন। এর সঙ্গে সৌন্দর্যায়নের জন্য সেখানে একটি গোপাল ভাঁড়ের মূর্তি বসানো হলো। এবং তার দুই হাতে দুটি বালতি দিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে আপনারা পচনশীল এবং অপচনশীল বর্জ্য প্রতিদিন সকালে পুরসভার সাফাই বন্ধুরা যখন গাড়ি নিয়ে আসবেন তখন বাড়ির পচনশীল এবং অপচনশীল জঞ্জাল ভাগ করে পুরসভার জঞ্জালের গাড়িতে দিন, পুর প্রতিনিধির এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।