হুগলি, ২০ সেপ্টেম্বর:- এই মুহূর্তে আরো এক মহাবিপদে খানাকুলের মানুষজন। খানাকুল জলের তলায় তার কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু গতকাল থেকে সমগ্র খানাকুলের বিস্তীর্ণ এলাকায় ফোনের নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। যে সমস্ত প্রবাসী বাঙালিরা রয়েছে বা ভিন রাজ্যে কর্মসূত্রে রয়েছে তারা বাড়িতে কোনো ভাবে যোগাযোগ করতে পারছেন না, ফলে তারা চিন্তায় পড়েছেন, কারণ কেমন আছে? বাড়িতে থাকা পরিবারের সদস্যরা।
খানাকুল নিউজে মেসেজ করে জানাচ্ছেন। পাশাপাশি খানাকুলের বিস্তীর্ণ এলাকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন ও ফোনের ইন্টারনেট পরিষেবা ও বিচ্ছিন্ন তার জন্য সংবাদ দাতারা আমাদের চ্যানেলে খবর পর্যন্ত পাঠাতে পারছে না। খানাকুল সম্পূর্ণ জলের তলায় তাই কোথাও কোনো বিপদ ঘটলে প্রশাসনকে ফোন করে জানাবে সেই ফোনের নেটওয়ার্কই যদি উড়ে যায় তাহলে কিভাবে বিপদের কথা জানাবে তারা প্রশাসনকে? তাই দ্রুত ফোনের যে সমস্ত সিম কার্ড কোম্পানিগুলি রয়েছে তাদের নেটওয়ার্ক পরিষেবা দ্রুত সচল করা হয় তার জন্য এই মুহূর্তে দাবি সমগ্র খানাকুলবাসীর।