হুগলি, ১১ সেপ্টেম্বর:- ১১ দিনের মাথায় হুগলি-চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করা হল। বুধবার, প্রশাসনিক সূত্রে এমনটাই খবর মিলছে। গত ২ সেপ্টেম্বর অমিতের বিরুদ্ধে অনাস্থা এনে সংশ্লিষ্ট পুরসভা ও সদর মহকুমাশাসকের কাছে অনাস্থার প্রস্তাব জমা দেন ১৯ জন কাউন্সিলর। যা নিয়ে শোরগোল পড়ে শহরে। অমিত ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্বের জেরেই অনাস্থা প্রস্তাব বলে দাবি করে তৃণমূলেরই একাংশ। অমিত বরাবরই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত। শেষ পুর নির্বাচনে বিগত বোর্ডের উপপুরপ্রধান অমিতকেই দল প্রধানের পদে বসান।
উপপুরপ্রধানের পদে বসেন পার্থ সাহা। তিনি বরাবর ‘অসিত ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। শুরুর দিকে অমিত প্রায় একাকি থাকলেও ক্রমশ ‘অসিতের ঘড়’ ভেঙে অমিতের পালে হাওয়া তুলতে শুরু করেন বেশ কয়েকজন সদস্য। বর্তমান সমীকরণ বলছে, ৩০ আসনবিশিষ্ট এই পুরসভায় অমিতের পক্ষে ৯ জন কাউন্সিলর রয়েছেন। অসিতের পক্ষে ১৯ জন। নিরপেক্ষ ১ জন সিপিএমের। ১ জন কাউন্সিলর মারা গিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের চাপেই অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নিলেন বিধায়ক ঘনিষ্ট কাউন্সিলরেরা।