এই মুহূর্তে জেলা

হুগলিতে বিজেপির জেলা শাসকের দপ্তর ঘেরাওকে কেন্দ্র করে রণক্ষেত্র।

হুগলি, ২ সেপ্টেম্বর:- হুগলিতে বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি ঘিরে ধুন্দুমার। কর্মসূচিকে সামনে রেখে আজ হুগলির তিন নম্বর গেট এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে আসেন। চুঁচুড়ায় ডিএম অফিসের কয়েকশো মিটার আগে ঘড়ির মোর এলাকায় পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যারিকেট করা হয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা ঘড়ির মোড়ে পৌঁছাতেই পুলিশ মিছিল আটকায়। এরপরেই পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকরা। বাধা পেয়ে ব্যারিকেডের সামনে বসে পড়ে চলছে প্রতিবাদ কর্মসূচি।

দুটি ব্যরিকেড ভাঙলেও জেলাশাসক দপ্তর ঘেরাও করতে যাওয়ার আগে ঘড়ির মোরে বিজেপির মিছিল আটকালো পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি সমর্থকদের। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু। আরজি করের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিজেপির এই কর্মসূচি। বিজেপির মহিলা কর্মী সমর্থকদের সাথে পুলিশের মহিলা বাহিনীর ব্যাপক ধস্তাধস্তি ঠেলাঠেলি। বিজেপির মহিলা কর্মী সমর্থকরা এগোতে চাইলে মহিলা পুলিশরা তাদের বাধা দেয়। ব্যাপক ঠেলাঠেলি শুরু হয়েছে মহিলাদের সাথে মহিলা পুলিশের। এরপরেই এক মহিলা বিজেপি কর্মীকে পুলিশের দিকে জুতো ছুড়তে দেখা গেল পুলিশের উদ্দেশে।