এই মুহূর্তে জেলা

চুঁচুড়ার চিকিৎসককে ফোন করে হুমকির অভিযোগ আরজি করের পিজিটি অভিক দের বিরুদ্ধে।

হুগলি, ১ সেপ্টেম্বর:- এসএসকেএম এর পিজিটি অভিক দে আর জি কর ঘটনার পনেরো দিন আগে চুঁচুড়ার এক চিকিৎসককে ফোন করে কদর্য ভাষায় হুমকি দেন বলে অভিযোগ। আই এম এর হুগলি চুঁচুড়া শাখার সভাপতি ডাঃ ইন্দ্রনীল চৌধুরী এই অভিযোগ করেন। তিনি দাবী করেন মেডিকেল সিন্ডিকেট ও লবি সব জেলায় আছে। কোভিড কোটায় এসএসকেএম হাসপাতালে এম ডি তে ভর্তি হয়। শুধু লবির জোরে একই হাসপাতালে বছরের পর বছর থেকে যান চিকিৎসকরা। একটা গোষ্ঠী গোটা সিস্টেমটা চালাচ্ছে বছেরের পর বছর।

আর জি করের তরুনী চিকিৎসকের মৃত্যুর পর সেই বিষয় গুলো সামনে আসছে। এমন কয়েকজন চিকিৎসকের নাম রাজ্য আইএমএ কে মুখ বন্ধ খামে দেবে হুগলি চুঁচুড়া আইএমএ। সিবিআই কে দেওয়ার জন্য। আজ চুঁচুড়ায় প্রেস ক্লাব অফ হুগলির সভা কক্ষে সাংবাদিক বৈঠকে হুগলি চুঁচুড়া আইএমএ র সদস্যরা উপস্থিত ছিলেন।