এই মুহূর্তে জেলা

নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া।

হাওড়া, ২৭ আগস্ট:- নবান্ন অভিযান ঘিরে এই মুহুর্তে তুলকালাম পরিস্থিতি হাওড়ার সাঁতরাগাছিতে। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এদিন দুপুর ১টা নাগাদ আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশ ও র‍্যাফ লাঠি উঁচিয়ে তেড়ে যায়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশ ও র‍্যাফ পাল্টা লাঠিচার্জ করে। টিয়ার গ্যাসের সেল ফাটায়। এরপর আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়ে।

পুলিশ তাদের সরিয়ে দেয়। হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের হটাতে জলকামান চার্জ করলো পুলিশ।হাওড়ার ফোরশোর রোডের রামকৃষ্ণপুরের কাছে টিয়ার গ্যাস চার্জ করা হলো। আন্দোলনকারীদের উপরে জল কামান ব্যবহার করল পুলিশ।এই মুহুর্তে রণক্ষেত্র পরিস্থিতি হাওড়া ময়দানে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে ও জলকামান এবং টিয়ার গ্যাস চার্জ করে।