হুগলি, ২৫ আগস্ট:- শনিবার মধ্যরাতে ছয় চাকার একটি লরিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।জিরাটের বড়াল মোড়ের কাছে নির্মীয়মান টোল প্লাজার ডাউন লেনের ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় লরিটি।কালনার দিক থেকে ত্রিবেণীর দিকে যাচ্ছিলো।এরপরেই দাউ দাউ করে আগুনে পুড়ে যায় লরিটি। টোল প্লাজার কর্তব্যরত কর্মচারীরা জানান গাড়িটি তে আগে থেকেই আগুন জ্বলছিল। ব্রেক মারার পরে ড্রাইভার আগুন লক্ষ্য করলে গাড়ি থেকে পালিয়ে যায়। আগুন লেগে যাওয়ার ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে এসটিকেকে রোডের এক অংশের যান চলাচল। জানা যাচ্ছে মদ্যপ অবস্থায় ছিলো চালক।
নির্মীয়মান টোল প্লাজার ম্যানেজার গিয়াসউদ্দিন খান জানান গতকাল রাতে আমার নাইট ডিউটি ছিল হঠাৎ দেখতে পায় একটি লরি এসে দাঁড়িয়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। কর্তব্যরত পুলিশের কর্মিরা দমকলে খবর দেয়।দ্রুততার সাথে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘক্ষণ আগুন নেভানোর পরে হাইড্রা মেশিন দিয়ে ডাউন লেন খালি করে দেয়া হয়। টোল প্লাজার মিস্ত্রি ভুবন কয়েল জানান সারাদিন পরিশ্রমের পর রাত্রি বেলা যখন ঘুমাচ্ছি তখন অন্য গাড়ির চালকরা এসে জানায় টোল প্লাজায় আগুন লেগেছে।বাইরে বেরিয়ে দেখি একটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে।