এই মুহূর্তে জেলা

আরজি করের ঘটনার প্রতিবাদে বেশ কয়েকটি স্কুলের প্রাক্তনীদের মিছিল হাওড়ায়।

হাওড়া, ২৫ আগস্ট:- রবিবার বিকেলে হাওড়ার বেশ কয়েকটি স্কুলের প্রাক্তনীরা আরজি করের ঘটনার প্রতিবাদে এক মিছিলের ডাক দেন। এদিন বিকেল ৪টেয় শুরু হয় ওই প্রতিবাদ মিছিল। স্লোগান ওঠে “উই ওয়ান্ট জাস্টিস”। হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ‍্যাভবন, হাওড়া জিলা স্কুল, হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুল, ব‍্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ‍্যালয়, হাওড়া বিবেকানন্দ ইন্সটিটিউশন ও শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা হাওড়া ময়দানে শরৎ সদনের গেটের সামনে এদিন জড়ো হন। এরপর সেখান থেকে মিছিল শুরু হয়। হাওড়া ময়দান,পঞ্চাননতলা, পাওয়ার হাউস,যোগমায়া মোড়, কালীবাবুর বাজার হয়ে আবার হাওড়া ময়দানে এসে মিছিল শেষ হয়।