হুগলি, ১৮ আগস্ট:- হাতে সংবিধান নিয়ে পথে নামলো বেসরকারী আইন কলেজেল ছাত্রছাত্রীরা। তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার গোটা দেশ।আজ কোন্নগর বাটা থেকে কোন্নগর স্টেশন পর্যন্ত মিছিল করলো কোন্নগরের একটি বেসরকারী আইন কলেজের ছাত্র ছাত্রীরা।
শুভদীপ দাস নামে আইনের এক ছাত্র বলেন সংবিধানে কর্মের অধিকার হচ্ছে।কাজে গিয়ে এক ছাত্রী ধর্ষিতা হচ্ছে, তাকে খুন করা হচ্ছে।তার দাম তোলা হচ্ছে, তার অপরাধীদের আড়াল করা হচ্ছে। তাই আইনের পড়ুয়ারা আদালতের ভিতরে লড়ছে, আর আজ বাইরেও লড়ছে। আমাদের দাবী তিলোত্তমার ঘটনা যেন এই বাংলায় আর যেন না হয় তা সুনিশ্চিত করতে হবে। তাই আমরা সংবিধান নিয়ে রাস্তায় নেমেছি।