এই মুহূর্তে জেলা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে চুঁচুড়ায় পথ অবরোধ বিজেপির।

হুগলি, ১৬ আগস্ট:- আরজি কর কান্ডের প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুর ২ টায় পথ অবরোধ করল ভারতীয় জনতা পার্টি। রাজ্যজুড়ে নেওয়া তাদের এই কর্মসূচি হুগলির বিভিন্ন প্রান্তেও পালিত হয়। ব্যান্ডেল মোড়ে জি টি রোড আটকে অবরোধ কর্মসূচি শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। অবরোধের সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ঘটনার সাথে উপস্থিত ছিল পুলিশ বাহিনী। প্রথমদিকে দর্শকের ভূমিকা পালন করলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অবরোধ তুলতে সক্রিয় হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীদের সরিয়ে দিতে কিছুটা বেগ পেতে হয় পুলিশকে।

তবে আধ ঘন্টার মধ্যেই অবরোধ কারীদের হটিয়ে দিতে সক্ষম হয় পুলিশ। অন্যদিকে এদিন একই সময়ে পিপুলপাতিতেও পথ অবরোধ করে বিজেপি। পাঁচ মাথার ওই মোড়ের তিন দিক থেকে গাড়ি চালাতে হয় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বাকি দুই দিক থেকে অল্প বিস্তার গাড়ি চলতে থাকে। রাস্তার উপর দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি আর জি কর কান্ডের দোষীদের ফাঁসি চেয়ে স্লোগান দেওয়া হয়। প্রায় আধ ঘন্টার মত অবরোধ চলে। এরপর নিজেদের কর্মসূচি শেষ করে সরে যায় বিজেপি কর্মীরা। তারপরেই স্বাভাবিক হয় যান চলাচল।