এই মুহূর্তে জেলা

“মেয়েরা রাত দখল করো”, কর্মসূচিকে ঘিরে উত্তেজনা চুঁচুড়ায়।

হুগলি, ১৫ আগস্ট:- মেয়েরা রাত দখল করো কর্মসুচি নিয়ে উত্তেজনা ছড়াল চুঁচুড়ায়। প্রতিবাদীদের প্রতিবাদে পিছু হটল তৃণমূল। এ দিন স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালনের আয়োজন করা হয়। সেখানেই আর জি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল এসে উপস্থিত হয়। শুরু হয় উত্তেজনা। যদিও প্রতিবাদীদের দাবি তৃণমূল অনুষ্ঠান বন্ধ রেখে এক মিনিট নিরবতা পালন সায় দেয়। তবে, নিরবতা পালনের পরেই থেমে থাকেনি প্রতিবাদীরা। চলতে থাকে বিচার চাই স্লোগান।

ফলে অনুষ্ঠান বন্ধই রয়েছে। নিয়ম মেনে ১২ টার পর তোলা হয়নি জাতীয় পতাকা। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। চলছে প্রতিবাদ।আর অপেক্ষা না করে ১২ টা ১০ নাগাদ উপস্থিত হন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ভিড় ঠেলে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। মাইকে চালিয়ে দেওয়া হয় জাতীয় সঙ্গীত। কিছুক্ষণের জন্য থামলেও ফের শুরু হয় প্রতিবাদ। পতাকা উত্তোলন করে বিধায়ক সাংবাদিকদের জানিয়ে গেলেন, যারা স্বাধীনতা দিবসটাকেও মানে না, তাঁরা প্রতিবাদ কি করবে সন্ত্রাস ছড়াতে এসেছেন।