চুঁচুড়া, ১৪ আগস্ট:- বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে গর্জে উঠল চুঁচুড়া শহর। এইচআইটি কলেজের সামনে থেকে মোমবাতি হাতে পথে নামেন হাজারের বেশি মানুষ। যাঁদের সিংহভাগ ছিল মহিলা। দলমত নির্বিশেষে এ দিন আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে অনেকের হাতেই ছিল পোস্টার-প্ল্যাকার্ড।
পিপুলপাতি থেকে হাসপাতাল রোড ধরে তাঁরা সদর হাসপাতালের কাছে রামমোহন রায়ের মূর্তির পাদদেশে আসেন। সেখানে দাঁড়িয়ে করতালির ছন্দে বিচার চাই স্লোগান ওঠে। প্রতিবাদীরা বলেন, আজ নারীশক্তি পথে নেমেছে। আর জি কর কাণ্ডে দ্রুত তদন্ত করে দোষীদের ফাঁসির দিতে হবে।”