এই মুহূর্তে জেলা

তীব্র জলাবদ্ধতায় বিপাকে শ্রীরামপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।


হুগলি, ৫ আগস্ট:- শ্রীরামপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সোসাইটি মাঠ কবরস্থান এলাকায় তীব্র জলাবদ্ধতার কারণে শুধু রাস্তাতেই নয়, মানুষের বাড়িতেও বৃষ্টির জল ঢুকে পড়েছে যার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা নোংরা ড্রেনের পানিতে বৃষ্টির পানিতে বিষাক্ত প্রাণীর আশংকা রয়েছে বলে আতঙ্কিত মানুষ। এই এলাকায় একটি ব্যায়ামাগার রয়েছে এবং সেখানে আইনজীবী থেকে শুরু করে শিক্ষিত শ্রেণির লোকজনের বসবাস বলে অভিযোগ সামান্য বৃষ্টিতেই এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এমনকি দৈনন্দিন কাজের জন্য বাড়ির বাইরে যাওয়াও কঠিন হয়ে পড়ে, যদিও পৌরসভার পক্ষ থেকে পাম্প বসিয়ে জল সরানোর কাজ চলছে বলে জানান স্থানীয় বাসিন্দা গোকুল জানান, আবার বৃষ্টি হলে পাম্পও কোনো কাজে আসবে না। ঠিক না হওয়ায় এ এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বারবার পৌরসভার কাছে আবেদন করেও তারা ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু এখন পর্যন্ত উচ্ছেদের কোনো সুষ্ঠু ব্যবস্থা করা হয়নি। তিনি বলেন, রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের উঁচু রাস্তার কারণে বর্ষাকালে এলাকায় সব জল জমে যায়। শ্রীরামপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডটি উত্তম রায়ের তত্ত্বাবধানে আসে, তিনি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি। পুরো এলাকা প্লাবিত হয়েছে, ড্রেনগুলো উপচে পড়ছে এবং এলাকায় ডেঙ্গুর বংশবৃদ্ধির আশঙ্কাও রয়েছে।