উঃ২৪পরগনা, ২ আগস্ট:- ফুটপাথ দখলমুক্ত করতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। শুক্রবার ব্যারাকপুর জেলা বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সন্মেলন করে তিনি ব্যারাকপুর জুড়ে হকার উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনের ঘোষণা করলেন। অর্জুন সিং বলেন, লোকসভা ভোটের ফলাফলে ৭১ টি পুরসভা ও কর্পোরেশনের ৪৭ টি ওয়ার্ডে হেরেছে তৃণমূল। এরপরেই মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেন।
তিনি বেছে বেছে বাংলা ও হিন্দিভাষী এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। বিজেপি হকার ভাইদের পাশে দাড়াবে। পুর্নবাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না এই দাবিতে বিজেপি পথে নামবে। এদিন প্রাক্তন সাংসদ আরও বলেন, মুখ্যমন্ত্রী সরকারি জমি দখলমুক্ত করছেন এতে আপত্তি নেই। অথচ রেল নিজের জমি দখল নিতে গেলে তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে। এদিন তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জী।