এই মুহূর্তে জেলা

অভিনব পন্থায় ব্যান্ডেলে চুরি, শেষ রক্ষা হলোনা, সিসিটিভিই ধরিয়ে দিল গুণধরকে।


হুগলি, ২ আগস্ট:- ছাতা রেখে যাওয়ার অছিলায় হোটেল মালিকের মোবাইল টাকা চুরি! সিসি ক্যামেরা চিনিয়ে দিলো চোর।ছাতা ফেরত নিতে এসে ধরা পড়ল। ব্যান্ডেল চার্চের সামনের একটি হোটেলের ঘটনা। গত বুধবার দুপুরে এক যুবক গনেশ দে’র হোটেলে আসেন। হোটেল মালিক গনেশকেই যুবক জিজ্ঞাসা করেন “তুই এখানে কাজ করিস”? গনেশ মজার ছলে জানান হ্যাঁ তিনি কাজ করেন। এরপর ওই যুবক একটি ব্যাগ আর ছাতা রেখে যান পরে এসে নিয়ে যাবে বলে।

এরপর বিকাল পাঁচটা নাগাদ হোটেল কর্মিরা যখন কেউ ছিলো না, গনেশ একটু গরিয়ে নিচ্ছিলেন। সেই যুবক আসে চার্জে বসানো হোটেল মালিকের মোবাইল ও হাজার দুয়েক টাকা নিয়ে চম্পট দেয়। গনেশ ঘুম থেকে উঠে মোবাইল দেখতে না পেয়ে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করেন। দেখেন যে ছাতা রেখে গিয়েছিল সেই যুবক চার্জার থেকে মোবাইল খুলে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধায় ছাতা ফেরত নিতে এসে ধরা পরে চোর। উদ্ধার হয় মোবাইল টাকা। বৃষ্টির সময় ছাতা রেখে যাওয়া যে আসলে চুরির ফন্দি তা বুঝতে পারেননি হোটেলে মালিক। যদিও সিসিটিভি থাকায় বামাল ধরা পরে।