এই মুহূর্তে জেলা

বিজেপির বঙ্গ ভঙ্গের প্ররোচনার বিরুদ্ধে পথে নামলো বাংলা পক্ষ।

চিরঞ্জিত ঘোষ, ৮ জুলাই:- বিজেপির বঙ্গ ভঙ্গের প্ররোচনার বিরুদ্ধে বাংলা পক্ষ হুগলি জেলা কমিটির ডাকে রবিবার ডানকুনির মিলন সংঘ মাঠে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেই সমাবেশ থেকে দাবি করা হয় যেভাবে একটা শক্তি বাংলা ভাগের চক্রান্ত শুরু করেছে তার বিরুদ্ধে সমস্ত বাঙালিকে রুখে দাঁড়াতে হবে। এ ব্যাপারে বলতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জি জানান আমাদের মূল তিনটি দাবি। বাংলাকে ভাগ করতে দেয়া যাবে না, যেকোনো মূল্যে বাংলা ভাগের চক্রান্ত রুখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই

সেই ব্যাপারটা হতে দেওয়া যাবে না। যারা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা সে বাঙালি হোক বা অবাঙালি হোক ৯০ শতাংশ ভূমি পুত্রদের চাকরির ক্ষেত্রে সংরক্ষণ করতে হবে। তৃতীয়ত কেন্দ্রীয় সরকারের যে সমস্ত চাকরি গুলি পরীক্ষার মাধ্যমে নেয়া হয় সে ক্ষেত্রে বাংলা ভাষাতেও প্রশ্নপত্র থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। কারণ কেন্দ্রীয় সরকারের রেভিনিউ সব থেকে বেশি বাংলা থেকে যায় অথচ যখন চাকরির বিষয়টা আসে তখন কিন্তু পরীক্ষাগুলো বাংলা ভাষায় নেওয়া হয় না এ ব্যাপারে আমাদের দাবি থাকবে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত চাকরির পরীক্ষা নেয়া হবে তাতে অন্যান্য ভাষার সঙ্গে যেন বাংলা ভাষাতেও প্রশ্নপত্র হয় সেটা নিশ্চিত করতে হবে হয় আজকের সমাবেশে প্রচুর মানুষ অংশ নেন।