এই মুহূর্তে জেলা

হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ বিজেপির।

হুগলি, ৩০ জুলাই:- হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভ সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুরসভার গেট বন্ধ করে রাখে পুলিশ। বিজেপি কর্মিরা বেয়ে উপরে উঠে গিয়ে গেট ধরে ঝাঁকাতে থাকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুরসভার সামনে রাস্তায় বসে পরে বিজেপি কর্মিরা। শহরের ফুটপাত দখল করে থাকা হকারদের উচ্ছেদের নোটিশ দেয় পুরসভা।

আজ মঙ্গলবার উচ্ছেদের কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না বলে দাবী জানায় হুগলি বিজেপি। উপস্থিত ছিলেন হুগলি বিজেপি সভাপতি তুষার মজুমদার, সম্পাদক সুরেশ সাউ, যুবমোর্চার সভাপতি রাজীব ঘরামী। পরে পুর প্রধান অমিত রায়কে স্মারকলিপি দেওয়া হয়।