এই মুহূর্তে জেলা

বাড়ছে ডেঙ্গু, বলাগড়ে বাড়ি বাড়ি গিয়ে জ্বরের খোঁজ নিচ্ছেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

হুগলি, ২৭ জুলাই:- বলাগড় ব্লকে ৩২ জন ডেঙ্গি আক্রান্ত তার মধ্যে গুপ্তিপাড়া -১ গ্রাম পঞ্চায়েতের ২৪ জন। সারদা নগর গ্রামের ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। শনিবার সেই গ্রামে স্পেশাল স্ক্রিনিং ক্যাম্প হয়। চিকিৎসকরা সেই ক্যাম্পে গ্রামবাসীদের পরীক্ষা করেন। হুগলি CMOH মৃগাঙ্ক মৌলি কর। ACMOH সৌমেন দত্ত। বলাগড় BMOH জয়দীপ বড়ুয়া গুপ্তিপাড়া -১ এর প্রাক্তন উপ প্রধান বিশ্বজিৎ নাগ। প্রাক্তন বিধায়ক অসীম মাঝিরা উপস্থিত ছিলেন। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি রক্ত পরীক্ষা করানোর কথা বলেন স্বাস্থ্য কর্তারা।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজে গ্রামবাসীদের বাড়ি গিয়ে গিয়ে খোঁজ নেন। কারো ডেঙ্গুর উপসর্গ আছে কিনা।এলাকায় জমা জল না জমতে দেওয়া আবর্জনা মুক্ত রাখার জন্য গ্রামবাসীদের অনুরোধ করেন। হুগলি জেলায় চলতি বছরে ১৯০ জন ডেঙ্গু আক্রান হয়েছেন। স্বাস্থ্য দপ্তর থেকে প্রত্যেকটা ব্লক মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন রক্ত পরীক্ষা চলছে।