এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে পালিত গুরু পূর্ণিমা।

হাওড়া, ২১ জুলাই:- প্রতি বছরের মতো এবারও অত্যন্ত ভক্তি শ্রদ্ধায় ভাবগম্ভীর পরিবেশে বেলুড় মঠে গুরু পূর্ণিমা পালিত হলো। গুরু পূর্ণিমার বিশেষ দিনে বেলুড় মঠে হাজির ছিলেন ভক্ত অনুরাগীরা। মন্ত্রদীক্ষিত গুরুকে প্রণাম জানাতে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়।

রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজকে প্রণাম জানিয়ে গুরু পূর্ণিমা উদযাপন হয় বেলুড় মঠে। গুরুকে প্রনাম জানাতে সকাল থেকেই দুর-দুরান্ত থেকে অসংখ্য ভক্ত-দীক্ষিতেরা ফুল মিষ্টি নিয়ে এসেছিলেন বেলুড় মঠে।