হুগলি, ১৮ জুলাই:- শ্রাবনী মেলা উপলক্ষে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আগামী ২১ শে জুলাই, রবিবার থেকে শুরু হতে চলেছে তারকেশ্বরে শ্রাবনী মেলা। লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয় তারকেশ্বর শিব মন্দিরে। তীর্থ যাত্রীদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে আজ তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করেন জেলা শাসক মুক্তা আর্য, হুগলি গ্রামীন পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন, আরামবাগের সাংসদ মিতালী বাগ, রাজ্যের দুই মন্ত্রী বেচারাম মান্না ও স্নেহাশীষ চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বর ব্লক আধিকাকারিক সীমা চন্দ্র ও তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংরায় ও হরিপালের বিধায়ক করবী মান্না সহ একাধিক জেলা ও তারকেশ্বর ব্লক প্রশাসনের কর্ম কর্তারা। ২১ শে জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবনী মেলা এবং শেষ হবে আগামী ১৯ শে আগস্ট। অর্থাৎ গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয় শ্রাবনী মেলা এবং শেষ হবে রাখি পূর্ণিমায়। বৈদ্যবাটির নিমাইতীর্থ গঙ্গার ঘাট থেকে জল নিয়ে বাঁকে করে তারকেশ্বর মন্দিরে আসেন লক্ষ লক্ষ ভক্ত। ভক্তদের সুবিধার্থে বৈদ্যবাটি তারকেশ্বর রোড কে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশপাশি লাগলো হয়েছে লাইট। অপ্রীতিকর ঘটনা এড়াতে তারকেশ্বর শহরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।