এই মুহূর্তে জেলা

উচ্চ আদালতের রায়ে জামিন এরশাদের।

হাওড়া, ৩ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক চলাকালীন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সমাজ মাধ্যমে পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ করায় গ্রেফতার হন এরশাদ সুলতান ওরফে শাহীন নামের হাওড়ার এক যুবক। ধৃতকে মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এরশাদের বিরুদ্ধে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেস নেতা সুশোভন চট্টোপাধ্যায়।

ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর গত ৩০শে জুন এরশাদকে শিবপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং কুরুচিকর মন্তব্য করার আইনে মামলা শুরু করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে এই গ্রেফতারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ধৃতের পরিবার। বুধবারই এরশাদ জামিন পান। এরশাদ এদিন জামিন পেয়ে বলেন, প্রতিবাদ যেভাবে ২০১৪ থেকে করে আসছি আগেও করেছি। ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব।