হাওড়া, ২৭ জুন:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই তৎপর পুলিশ প্রশাসন। হাওড়ার কারখানায় তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল পঞ্চায়েত সমস্য। পাশাপাশি গ্রেফতার প্রাক্তন তৃণমূল সংখ্যালঘু সেলের প্রাক্তন বুথ সভাপতি সহ মোট চারজন। চারজনকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ।
অভিযোগ, ডোমজুড়ের জালান কমপ্লেক্স এলাকার একটি কারখানায় গিয়ে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল অভিযুক্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার পুলিশ ধৃতদের হাওড়া আদালতে পেশ করেছে।