এই মুহূর্তে জেলা

চন্দননগর বোরাইচন্ডীতলার একটি আশ্রমে উত্তেজনা, ভাঙচুর, রনক্ষেত্র। পুলিশ গেলে পুলিশকে আক্রমন।

হুগলি, ২৭ জুন:- চন্দননগর বোরাইচন্ডীতলার একটি আশ্রমে উত্তেজনা, ভাঙচুর, রনক্ষেত্র। পুলিশ গেলে পুলিশকে আক্রমন। পাল্টা পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। দুটি চার চাকা গাড়ি ভাঙচুর। আহত ছাত্রীরা। হোমের দেখা শোনার দায়িত্বে থাকা পরিমল বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে হোমের এক আবাসিকের সঙ্গে খারাপ আচরনের অভিযোগ ওঠে গত শুক্রবার। এরপর থেকে পরিমল আর হোমে আসেনি। সে নিয়ে আবাসিক ও তাদের অভিভাবকদের ক্ষোভ ছিল। আজ জেলা চাইল্ড প্রটেকশন অফিস থেকে লোকজন হোমে যায়। তারা বলেন মেয়েরা পড়াশোনা করছে না, মেয়েদের কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে যেতে হবে।

এর পর তাদের আটকে বিক্ষোভ শুরু হয়। পুলিশ র‍্যাফ উদ্ধার করতে গেলে ঢিল ছোঁড়া শুরু হয়। দুটি গাড়ি ভাঙচুর হয়। পুলিশকে লক্ষ করেও ঢিল ছোঁড়া হয়। এর পরেই পুলিশ লাঠিচার্জ করে। আধিকারীকদের উদ্ধার করে। ঘটনায় আহত হয় প্রায় আট জন আবাসিক মেয়ে। বিশাল উত্তেজনা থাকায় চন্দননগর পুলিশের ডিসি এসিপি পদমর্যাদার অফিসারের ঘটনাস্থলে পৌঁছান। রাত নটায় শেষ পাওয়া খবরেও জানা যায় ছাত্রীরা তাদের অবস্থান নিয়ে অনড়।