এই মুহূর্তে জেলা

রাজ্যে প্রথম ভ্রাম্যমান বায়ো টয়লেটের উদ্বোধন হুগলিতে।

হুগলি, ২৬ জুন:- রাজ্যে প্রথম ভ্রাম্যমান বায়ো টয়লেটের উদ্বোধন হল হুগলি জেলা পরিষদে।হুগলি জেলা পরিষদ ভবনের সামনে এদিন দুটি ভ্রাম্যমান টয়লেটের উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদে সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যরা। মোট ছয়টি শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ টয়লেট কেনা হয়েছে। তার মধ্যে আজ দুটি গাড়ির উদ্বোধন হয়। মগরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চন্দ্রহাটি ১ ও ২ গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হয় এই গাড়ি। গাড়ির মূল্য ২২ লক্ষ টাকা করে বলে জানা গেছে।

হুগলি জেলাকে অনেকদিন আগেই নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপরে অভিযোগ ছিল মুক্ত শৌচকর্মের। আজ ভ্রাম্যমান বায়ো টয়লেট উদ্বোধন হওয়াতে উক্ত সমস্যার সমাধান হবে। বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান মেলা, বড় জমায়েত হলে সেই জায়গায় ভ্রাম্যমান বায়ো টয়লেট বিশেষ ভাবে কাজে লাগবে। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এই ভ্রাম্যমান বায়ো টয়লেট যাতে বেসরকারি অনুষ্ঠানগুলোতেও ভাড়া দেওয়া যায় তার চিন্তা ভাবনা রয়েছে।