হুগলি, ৩ জুন:- হুগলি এইচ আই টি কলেজে গণনা হবে হুগলি লোকসভা কেন্দ্রের।তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধায় সেই গণনা কেন্দ্র ঘুরে দেখেন। নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রচনা বলেন, দু মাস ধরে প্রচার করেছি। বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে। অনেক অভিজ্ঞতা হয়েছে।ভোট গননার আগে নতুন একটা অভিজ্ঞতা তো বটেই। আজ অনেকটা রিল্যাক্স লাগছে। অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে।ভোট মেটার পর ছুটি পাইনি। অনেকেই ঘুরতে গেছে কিন্তু আমার ঘোড়ার জায়গা ছিল রাজারহাটে শুটিং ফ্লোর।
এক্সিট পোলের উপর বিচার করে কিছু বলব না। এক্সিট পোল অনেক কিছুই বলছে হুগলি নিয়েও বলেছে। যা হবে সেটা মেনে নেব দিদিও মেনে নেবে।প্রচারের সময় দেখেছি কাতারে কাতারে মানুষ ভালোবাসা দিয়েছে তারা যে ভোট বাক্সে ভোটটা দিয়েছে কিনা এটা কাল বুঝতে পারবো।অনেকে তো বলেছে রচনার পাশে আছি। কিন্তু দশ হাজার মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার মধ্যে কে বিজেপি কে তৃণমূলকে সিপিএম সেটা কি করে বুঝবো।সবার উপর মানুষ সত্য।আমি ভাগ্যে বিশ্বাসী।