এই মুহূর্তে জেলা

দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন মুখ্যমন্ত্রীর।

দক্ষিণ ২৪ পরগনা, ২৯ মে:- দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বারুইপুরের প্রচার সভা থেকে বেরিয়ে হেলিকপ্টারে তিনি ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি আকাশপথে পরিদর্শন করেন। রিমাল দক্ষিণ ২৪ পরগনার অঞ্চল দিয়ে বয়ে গিয়েছে। সাগর, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ সহ একাধিক জায়গায় ঝড়ে ভালো প্রভাব পড়েছে। নষ্ট হয়েছে জমির ফসল। ভেঙে পড়েছে গাছপালা, মাটির বাড়ি ঘর। আর্থিক ক্ষয়ক্ষতির বিস্তারিত পর্যালোচনা এখনো চলছে। তার মাঝেই নিজে ক্ষতিগ্রস্ত এলাকার হল হকিকত খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। এর আগে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড় এলাকার দুর্গতদের পাশে রাজ্য সরকার রয়েছে। প্রয়োজনীয় সমস্ত সাহায্য করা হবে। ঝড়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার আর্থিক সাহায্য পাবেন।

এই বার্তা এক্স হ্যান্ডেলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, নির্বাচনী বিধিনিষেধ উঠলেই ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। ত্রাণের কাজ যথাযথভাবে যাতে হয়। সেই কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। প্রশাসন সম্পূর্ণভাবে দুর্গতদের পাশে রয়েছে। এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সিভিআর সাইক্লোন পশ্চিমবঙ্গের উপকূল এলাকা ছুঁয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে বলে খবর। তবে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য প্রশাসন অনেক সতর্ক ভূমিকা নিয়েছে। সে কারণে বড় অঘটন ঘটেনি। মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।