কলকাতা, ২৭ মে:- রাজ্যের মুখ্য সচিব পদে ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ তিন মাস বাড়ছে। এব্যাপারে রাজ্যের প্রস্তাবে সায় দিয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়। নবান্নের কাছে সেই মর্মে ৩১ মে ভগবতী প্রসাদের কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তা ৩১ অগস্ট পর্যন্ত বাড়ানোর অনুমোদন মিলেছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যের শীর্ষ আমলে পদে রদবদল করা রীতি নয়। তাই মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে রাজ্য সরকার একরকম নিশ্চিতই ছিল। এর আগে মুখ্য সচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছিল।
তাঁর মেয়াদ যাতে বাড়ানো না হয় সে জন্য প্রধানমন্ত্রীর সচিবালয়ের কাছে সুপারিশ পাঠিয়েছিলেন রাজ্য বিজেপির নেতারা। তাঁরা আশা করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের কথা শুনবেন। কারণ, আইএএস অফিসারদের মেয়াদ বাড়ানোর বিষয়টি কর্মিবর্গ মন্ত্রকের আওতায় পড়ে। তার প্রধানমন্ত্রীর অধীনে রয়েছে। সেবারও রাজ্যের অনুরোধ শেষ মুহূর্তে মেনে নেয় কেন্দ্র।এবারও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি হল। তবে গোপালিকার পর কে মুখ্যসচিব হবেন তা নিয়ে অবশ্য জল্পনা চলছে। অন্য কয়েকটি নাম ভাসলেও এব্যাপারে অর্থ সচিব মনোজ পন্থই সব দিক থেকে এগিয়ে রয়েছেন বলে প্রশাসনিক মহলের ধারণা।